তাক্বওয়া


আকিদা, ইবাদত ও যাবতীয় আচার-আচরণে আল্লাহ্‌ তাআলার বিধিনিষেধ মেনে চলা এবং কার্যত সমস্ত ইসলামি বিধিনিয়ম, শিষ্টাচার, আচার-ব্যবহার প্রতিষ্ঠিত করার নাম তাক্বওয়া। প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ্‌ভীতি আবশ্যক। আল্লাহভীতিই ইহকাল ও পরকালে সর্বোচ্চ সাফল্যের চাবিকাঠি।

 

বিষয়সূচি

 

কুরআন

  • আল্লাহ্‌ তাআলা বলেন : “আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ প্রশস্ত করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে জীবিকাদেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। [সুরা তালাক৬৫:২-৩]
  • তিনি আরও বলেন : “যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন”।[সূরা তালাক ৬৫:৪]
  • তিনি আরও বলেন : “যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহাপুরস্কার দেন”।[সূরা তালাক ৬৫:৫]

 

তাক্বওয়া অর্জনের উপায়

দ্বিনের জ্ঞান ও বোধ না রাখলে আল্লাহ্‌ভীতি অর্জন করা সম্ভব নয়। আল্লাহ্‌ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করছেন : “আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে, তিনি ব্যতীতআর কোনোউপাস্য নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণও সাক্ষ্য দিয়েছেন যে,তিনি ছাড়া আর কোনোমা’বুদনেই। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাবান”।[সুরা আল-ইমরান৩:১৮]

 

অনুরূপ তিনি বলেন : “তোমরা আল্লাহকে ভয় করো, আর তিনি তোমাদের শিক্ষা দেন”। [সূরা বাকারা ২:২৮২]

 

সুতরাং তাক্বওয়া অর্জনের উপায় হলো দ্বিনের জ্ঞানলাভ। আপনার জন্য কী নিষিদ্ধ তা জানা আপনার জন্য আবশ্যক, যেন আপনি তা থেকে বিরত থাকতে পারেন, আপনি সেগুলো বর্জন করতে পারেন। তিনি কী ভালোবাসেন, কীসে সন্তুষ্ট হন তার জ্ঞান রাখা আপনার জন্য অত্যাবশ্যক। তিনি কীসে ক্রুদ্ধ হন সেটা জানাও আপনার জন্য একান্ত জরুরি। জ্ঞান ছাড়া কোনো কিছুই যথাযথভাবে পালন করা সম্ভব নয়।

 

বিদ্বজনদের জিজ্ঞাসা করা

সত্যনিষ্ঠ জ্ঞানীজনের নিকট হতে ফলপ্রসূ শিক্ষার্জন করা এবং সৎকর্ম সম্পর্কে জ্ঞানার্জন করা মুসলমানদের জন্য অপরিহার্য। যাঁরা দ্বিনের সঠিক জ্ঞান রাখেন এবং সুপথ হতে বিচ্যুত নন তাঁদেরকে বলা হয়েছে উয়ালামায়ে রাব্বানিয়্যীন। তাঁদের দিকেই আল্লাহ্‌ তাআলা প্রত্যাবর্তন করতে নির্দেশ দিয়েছেন : “অতএব তোমরা যদি না জানোতাহলেযারা স্মরণ রাখে তাদেরকে জিজ্ঞেস করো”। [সূরা নাহ্‌ল ১৬:৪৩, সূরা আন্বিয়া ২১:৭]

 

অনুরূপ রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাঁদের দিকেই প্রত্যাবর্তন করতে বলেছেন। তিনি বলছেন : “নিঃসন্দেহে অনুসন্ধান না করলে জ্ঞান অর্জিত হয় না যেমন অনুসন্ধান না করলে সহনশীলতা অর্জিত হয় না”। [সিলসিলাহ্‌ সাহিহাহ্‌]

 

আরও দেখুন

আল্লাহ্‌র প্রতি ঈমান; আকিদা; জ্ঞানার্জন;

 

তথ্যসূত্র

www.albaseerah.org/publication/nl/vol1iss11.pdf

1854 Views
Correct us or Correct yourself
.
Comments
Top of page